Robotic Prem (Part-3)

লিখেছেন লিখেছেন ক্যাকটাস হিমু ০৪ সেপ্টেম্বর, ২০১৩, ০৮:২০:০০ রাত

আজ শাহীন গড় গড় করে চোখের পানি ফেলসে আর

ভাবতেই আছে। একদিন নিশু

হাফাঁতে হাফাঁতে এসে বলল “শাহীন কী করব

আমাকে একটা বুদ্ধি দে”

- কেন? কী হইসে তোর?

- রিহাম তার ফুঁফির বাসায় গেছে,

সেখানে নেটওয়ার্ক নাই।

- এখন আমি কি সেখানে টাওয়ার বসিয়ে দিব?

- ফাইজলামি করস না শালা? তোর বিপদ

হলে আমি সমাধান দেই মা? যাহ...

তোরা শালা আবাল কোনান কার!

- আচ্ছা বল এখন কী করব?

নিশু আর কিছু বলেনি। এই সাতটা দিন নিশুর

যে কি অবস্থা হয়েছিল! মোবাইলে এস এম এস

সেন্ড করে রাখত। একটাও রিসিভ হতনা, ফেইল

দেখাতো ২৪ঘন্টা পরে। একদিন সকাল

৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ট্রাই

করতে করতে ১বার মাত্র রিহামের ফোনে লাইন

পেল। ওপাশ থেকে উত্তর “নেট নাই

কথা বলা যাবেনা”। পরিষ্কার উত্তর। আবেগ

নাই, ঠান নাই, রস নাই, প্রেম নাই,

ভালবাসা নাই। তবুও চলল অসম প্রেমের সুষম

গতি। একাই নিশু রসদ যোগায়। আর রিহাম

একবারই রসদ যোগিয়ে বলেছিল “আমিও

ভালবাসি কিন্তু............।।“

এদিকে বিশ্ববিদ্যালয়ের মিড টার্ম, ফাইনাল

অনেক পরীক্ষা নিশু না পড়ে দিয়েছে।

পরীক্ষা ভালও করেছে। তখনও

ঝগড়া লেগে থাকত। অনেক বার নিশু বলতো “

প্লিজ, আমার সাথে অভিনয় করে হলেও একটু

খানি হাসি মুখে কথা বল? আমাকে মানসিক

ভাবে একটু সাপোর্ট দাও? আমার খুব কষ্ট

হচ্ছে”

রিহামের সোজা যাপ্টা উত্তর “সময় নাই” ।

তবুও চলতে লাগল তাদের প্রেম। অনেকবার নিশু

ভেবেছিল ব্রেক আপ দিয়ে দিতে কিন্তু যেদিন

সব বন্দোবস্ত করে রাখে ঠিক সেদিন ইশ্বর

রিহামের জবান খুলে দেন। রিহাম খুব

ভালকরে কথা বলে, খবর নেয়,

জমিয়ে রাখা অভিমান-ক্ষোভ

ঝেরে ফেলতে সাহায্য করে। ২/৩ দিন ভাল

গেলেই আবার শুরু হয়ে যায় অভিমান-ঝগড়া।

ঝগড়ার একটাই কারণ রিহাম ফোন রিসিভ

করে না, কথা বলে না, ৩০-৪০-৫০-১০০ কল

যাওয়ার পরে উত্তর আসে “ কী সমস্যা?” তখন

নিশুর বুক ফেটে যাওয়ার মত অবস্থা হত। তবুও

চলে রোবটিক প্রেম...... তবুও ভালবাসে নিশু।

একদিন চাপের মুখে কসম করিয়েছিল নিশু “কসম

করে বল আমাকে ভালবাস?”

রিহামও স্বাভাবিক ভাবে বলেছিল তুমিই

আমার

প্রথম পুরুষ! সেই থেকে গভীর ভালবাসার ডাক

আসে। রিহাম যখন প্রেমের দিকে এক কদম

এগিয়ে যায়... নিশু তখন ১০ কদম দৌড়ে যেত

ভালবাসার টানে। এভাবে অসম গতিতে প্রেম

চললেও নিশু কিছু মনে করতনা । সে ভাবতো কসম

করে বললে আর মিথ্যার কি থাকে,

তাছাড়া সে কেবল আমাকে সময়

দিতে যাবে কেন, তারতো অন্য কাজও আছে। এত

ভালবাসা নিশুর বুকে ছিল কেউ কল্পনাও করেত

পারেনি। আজ সকল ভালবাসা উজার

করে দিয়ে পর পাড়ে চলে গেল নিশু

একথা ভাবতেই চোখের জলে বুক ভাবাসায়

শাহীন।

Continue......

বিষয়: বিবিধ

১১৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File